২৩ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ 

অর্থ-বাণিজ্য

কখনো কখনো ব্যবসায়ী পরিচয় দিতেও ‘লজ্জা হয়’ : বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশিত: ২২:৪৮, ১১ নভেম্বর ২০২৪

কখনো কখনো ব্যবসায়ী পরিচয় দিতেও ‘লজ্জা হয়’ : বাণিজ্য উপদেষ্টা

কখনো কখনো ব্যবসায়ী পরিচয় দিতেও ‘লজ্জা হয়’ বলে মন্তব্য করেছেন নতুন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

তিনি বলেন, “ভেরি ভেরি স্যাড। এটা সারকাস্টিক, বাট ট্রুলি স্যাড।”

বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন তিনি। বলেন, “দ্য ওয়ে থিংস আর ক্রিমিনালাইজড, আমাদের এখানে একটা ক্রিমিনাল ইউনিভার্সিটি যদি করা হয়, ভিসি লেভেলের ফ্যাকাল্টি পাওয়ার জন্য কম্পিটিশন হবে খুবই মারাত্মক লেভেলের।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্বের প্রথম দিন সোমবার ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের সঙ্গে এক আলোচনায় কথা বলছিলেন আকিজ-বশির গ্রুপের এমডি বশির উদ্দিন।
সোমবার সকালে নিজ দপ্তরে এক ঘণ্টা অফিস করে বশির উদ্দিন পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বণিক বার্তা আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ‘বৈষম্য, আর্থিক অপরাধ ও বাংলাদেশের অর্থনীতির নিরাময়’ শীর্ষক সম্মেলনে উপস্থিত হন।

অতিথির বক্তৃতায় সেখানে তিনি বলেন, “আই থিংক আমরা রাজনীতির ব্যবসায়ীকরণ যেভাবে করেছি, সেভাবে নিজেকে ব্যবসায়ী পরিচয় দিতেও কখনো কখনো লজ্জা লাগে।”
যে ব্যবসায়ীরা রাজনীতিতে জড়ানোর পর জনগণের প্রত্যাশা অনুযায়ী ‘আত্মমর্যাদা’ ধরে রাখতে পরেননিম তাদের ‘ক্রিমিনাল’ আখ্যা দেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা সেখ আকিজ উদ্দিনের ছেলে বশির।

তিনি বলেন, “আমাদের কাছে মনে হয়েছে যে, ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যবসায়ীদের দক্ষতা তুলনামূলক বেশি। আমরা দেখেছি যে রাজনীতি কীভাবে রাজনীতিবিদদের হাত থেকে ব্যবসায়ীদের হাতে চলে গেছে, দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, যারা আসলে এক পাল ক্রিমিনাল।”

সরকারি কাজের যে কোনো অভিজ্ঞতা নেই, সে কথা স্বীকার করে নিয়েই বেসরকারি খাতের বাস্তবায়ন দক্ষতা এখানে কাজে লাগানোর কথা বলেন বশির উদ্দিন।

তিনি বলেন, “আমি আমার প্রতিষ্ঠানের সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক ছিন্ন করেছি। এখানে আসার আগে, আমাকে রিপ্লেস করেছে একজন নতুন ব্যবস্থাপনা পরিচালক।আমার প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক ছিন্ন করেছি টু হেল্প ইওর বিজনেস। ব্যবসার খরচ কমিয়ে আনাই হবে আমার কাজ।”

রোববার উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন আকিজ বশির গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক বশির।
অন্তর্বর্তী সরকারের ডাকে সাড়া দেওয়ার বিষয়ে তিনি বলেন, “যখন আমি এই সিদ্ধান্ত নিই যে আমি এই আহ্বানে সাড়া দেব, আমি কারো কাছ থেকে ‘হ্যাঁ’ শুনি নাই। কেউ আমাকে বলেনি যে ইউ মাস্ট কাম। এই দায়িত্ব না নেওয়ার মত অনেক কারণ আছে।”