নতুন নোট ছাপাতে বাংলাদেশ ব্যাংকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। আর নতুন টাকায় বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। আর টাকায় যুক্ত হচ্ছে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি বা দেয়ালে আঁকা ছবি। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র বলছে, টাকার নতুন নোট ছাপাতে এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের চূড়ান্ত অনুমোদন এসেছে। শিগগিরই ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ হাজার টাকা মূল্যমানের নতুন নোট ছাপা হবে। আপাতত এই চার ধরনের নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। পর্যায়ক্রমে সব টাকার নোট থেকেই তার ছবি তুলে দেওয়া হতে পারে।
জানতে চাইলে মুদ্রা ও নকশা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভাপতি এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার বলেন, নতুন টাকা ছাপাতে কাজ চলছে। এ বেশি কিছু বলা সম্ভব না।
গত ২৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দেয়। তবে নতুন নোট ছাপানোর বিষয়ে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। এ কমিটির সভাপতি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর-১। সবকিছু চূড়ান্ত হলে বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি করে দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড। যা টাকশাল নামে পরিচিত।