পাকিস্তানের করাচি থেকে সরাসরি আসা কন্টেইনারবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছে। এটি দ্বিতীয়বারের মত পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার নিয়ে সরাসরি চট্টগ্রাম বন্দরে এল।
জাহাজটিতে দুবাই থেকে ১২৬ (টিইইইউ) কন্টেইনার এবং করাচি থেকে ৬৯৯টি কন্টেইনার বোঝাই করা হয়।
আজ রোববার (২২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে বন্দরের এনসিটি-২ জেটিতে ভেড়ে 'এমভি ইউয়ান শিয়াং ফা ঝাং‘ নামের জাহাজটি।
বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, করাচি থেকে আসা জাহাজটি থেকে ৮২৫ টিইইউ (২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার খালাস করা হবে। পরে নতুন করে কন্টেইনার ভরে মঙ্গলবার নাগাদ এটি পরবর্তী গন্তব্যের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।
দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ওপর নির্ভর করে ভবিষ্যতে নতুন এই রুটে জাহাজের সংখ্যা বাড়ানোর কথাও ভাবছে সংশ্লিষ্ট শিপিং এজেন্ট। এ জাহাজ আসার মাধ্যমেই করাচির সঙ্গে চট্টগ্রাম বন্দরের সরাসরি কন্টেইনারবাহী জাহাজ চলাচল প্রথমবারের মত শুরু হয় গত ১০ নভেম্বর। সেবার জাহাজটিতে ৩৭০ টিইইউ কন্টেইনার আনা হয়, যার মধ্যে ২৯৭টি আসে করাচি বন্দর থেকে।
দুবাইভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ‘ফিডার লাইন ডিএমসিসি‘ নতুন এ সেবা চালু করেছে। বাংলাদেশের কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেন্সা লাইন্স লিমিটেড কোম্পানিটির স্থানীয় এজেন্ট।
রিজেন্সা লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে ইন্দোনেশিয়ার বেলোয়ান, মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাবে।